পূবালী বাতাসে শীত বিদায়ের ইঙ্গিত
ABP Ananda, web desk | 02 Feb 2017 09:19 AM (IST)
কলকাতা: এবার কি শীত বিদায় নেওয়ার পালা? বাতাসে তেমনই ইঙ্গিত। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আকাশ আংশিক মেঘলা। রয়েছে কুয়াশা। সব মিলিয়ে ফেব্রুয়ারির গোড়াতেই শীতের বিদায়-ঘণ্টা বাজার অপেক্ষা। পুবালি হাওয়ার কারণে বাতাসে জলীয় বাষ্প বাড়ায়, উত্তরবঙ্গ জুড়ে কুয়াশার আস্তরণ। আগামী ২-৩ দিন কুয়াশার দাপট থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।