মন্দারমণি (পূর্ব মেদিনীপুর): ফের ‘নেশার ঘোরে’ সমুদ্রে নেমে দুর্ঘটনা। মন্দারমণিতে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন তিনজন! এঁরা সকলেই কলকাতার বাসিন্দা, নামি তথ্য প্রযুক্তি সংস্থার চাকুরে। ফের সেই মত্ত অবস্থায় উত্তাল সমুদ্রে নামাতেই এই মর্মান্তিক পরিণতি বলে পুলিশ সূত্রে খবর।


শনিবার দুপুর দুটো নাগাদ কলকাতা থেকে ১৫জনের একটি দল মন্দারমণি পৌঁছয়।

দুপুর তিনটে নাগাদ তাঁরা সমুদ্রে নামতে যান। পুলিশের দাবি, তাঁরা মত্ত অবস্থায় ছিলেন। বারবার সমুদ্রে নামার চেষ্টা করছিলেন। কিন্তু, পুলিশ তাঁদের ওই অবস্থায় ভরা সমুদ্রে নামতে নিষেধ করে। কিন্তু, তাঁরা সে কথা না শুনে অন্য জায়গায় গিয়ে ফের সমুদ্রে নেমে পড়েন ও বেশ খানিকটা এগিয়ে যান। হঠাৎই একটি বড় ঢেউ এলে তিনজন তলিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। শুরু হয় সমুদ্রে তল্লাশি। উদ্ধার হয় একজনের দেহ।

মৃত সুমন্ত্র বন্দ্যোপাধ্যায়ের বাড়ি নিউটাউনে। তলিয়ে যাওয়া বাকি দু’জনের মধ্যে লোকেশ মেহরোত্রার বাড়ি সল্টলেকে ও বিনয় চৌধুরীর বাড়ি তেঘরিয়ায়। লোকেশ ও বিনয়ের খোঁজ চালাচ্ছে পুলিশ।