মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা ও কলকাতা: একের পর এক ডেবিট-কার্ড জালিয়াতির ঘটনায় প্রশ্নের মুখে ব্যাঙ্ক গ্রাহকদের আমানতের সুরক্ষা! রবিবারও সামনে এল অ্যাকাউন্ট থেকে টাকা উধাওয়ের তিন-তিনটি ঘটনা।
প্রথম ঘটনাস্থল  মুর্শিদাবাদের সালার। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আধিকারিক পরিচয় দিয়ে ফোন। ডেবিট কার্ডের তথ্য জেনে নিয়ে ৬৭ হাজার ৪০০ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠে এসেছে। বেলু শেখ নামে এক হস্তশিল্পীর দাবি, কয়েকদিন আগে একটি অচেনা নম্বর থেকে তার কাছে ফোন আসে। ব্যাঙ্কের আধিকারিক পরিচয় দিয়ে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেবিট কার্ডের নম্বর জানতে চাওয়া হয়। এরপর ১১ অক্টোবর থেকে ১৫ অক্টোবরের মধ্যে ধাপে ধাপে টাকা তুলে নেওয়া হয়। ১৬ তারিখ ব্যাঙ্কে পাস বই আপডেট করাতে গিয়ে তিনি বিষয়টি জানতে পারেন। ঘটনায় সালার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি।
দ্বিতীয় ঘটনা ঘটে উত্তর ২৪ পরগনার দেগঙ্গায়। ব্যবসায়ীর স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে উধাও প্রায় ১৬ হাজার টাকা। ব্যবসায়ী তপন পালের দাবি, কয়েকদিন আগে ডেবিট কার্ড সংক্রান্ত তথ্য জানতে চেয়ে তাঁর কাছে ফোন আসে। তিনি তাঁর মেয়ের নম্বর দিয়ে দেন। এরপরই ব্যাঙ্কের পাসবই চেক করে ব্যবসায়ী জানতে পারেন, ১৫ তারিখ দু’বারে তাঁর সেভিংস অ্যাকাউন্ট থেকে প্রায় ১৬ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। ঘটনায় দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী।
অন্যদিকে, ডেবিট কার্ড প্রতারণা চক্রের শিকার সাউথ সিঁথি রোডের বাসিন্দা পেশায় গৃহশিক্ষক অতনু দাসও। অভিযোগ, সপ্তমীর সন্ধেয় তাঁর কাছে ফোন আসে। এসবিআই কার্ড ব্লক করার হুমকি দিয়ে নম্বর, ওটিপি নেওয়া হয়। প্রথমে ২৫ হাজার টাকা উধাও। পরে ফেরত আসে, প্রায় দশ হাজার টাকা। ১৪ হাজার ৮৬৫ টাকা গায়েব।