হুগলি: কথায় বলে, কুসন্তান যদিবা হয় কুমাতা কখনও নয়।
এই প্রবাদেরই বাস্তব প্রতিফলন দেখল, চুঁচুড়ার লেনিননগর। একাধিক অপরাধের অভিযোগে জেল খাটা  ছেলেকে ক্ষিপ্ত জনতার প্রহারের হাত থেকে বাঁচাতে গিয়েছিলেন মা। মৃত্যু হয়েছে দু’জনেরই।
পুলিশ সূত্রে খবর, গোপাল মজুমদার নামে ওই দুষ্কৃতীর বাড়িতে শনিবার রাতে চড়াও হয় বেশ কয়েকজন। শুরু হয় গণপ্রহার। ছেলেকে বাঁচাতে যান মা আশা মজুমদার। অভিযোগ,ত তাঁকেও ব্যাপক মারধর করা হয়।
সকালেই দু’জনের রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। মা ও ছেলেকে পিটিয়ে মারার ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজুর কথা জানিয়েছেন হুগলির পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠী।
স্থানীয় সূত্রে খবর, মাত্র দিন তিনেক আগে এলাকার এক মহিলার সঙ্গে অশালীন আচরণ করে গোপাল। আর তার জেরেই এই মারধর।
তবে  এই প্রথম নয় কয়েকদিন আগে এই এলাকার কাপসবেড়িয়াতেও এক দুষ্কৃতীকে এভাবেই জনরোষের শিকার হতে হয়েছিল বলে খবর। একই এলাকায় বার বার এই ধরনের খবরে উদ্বিগ্ন স্থানীয় বিধায়ক।
লেনিননগর আর কাপাসবেড়িয়ার  ঘটনার মধ্যে কোনও যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে মা ও ছেলেকে কারা পিটিয়ে মারল তা চিহ্ণিতকরণের কাজ শুরু হয়েছে।