ফোনে ডেবিট কার্ডের তথ্য হাতিয়ে মুর্শিদাবাদে হস্তশিল্পীর অ্যাকাউন্ট থেকে হাপিস ৬৭ হাজার টাকা
ABP Ananda, web desk
Updated at:
23 Oct 2016 01:53 PM (IST)
NEXT
PREV
মুর্শিদাবাদ: ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আধিকারিক পরিচয় দিয়ে ফোন। ডেবিট কার্ডের তথ্য জেনে নিয়ে ৬৭ হাজার ৪০০ টাকা তুলে নেওয়ার অভিযোগ মুর্শিদাবাদের সালারে। বেলু শেখ নামে এক হস্তশিল্পীর দাবি, কয়েকদিন আগে একটি অচেনা নম্বর থেকে তার কাছে ফোন আসে। ব্যাঙ্কের আধিকারিক পরিচয় দিয়ে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেবিট কার্ডের নম্বর জানতে চাওয়া হয়। এরপর ১১ অক্টোবর থেকে ১৫ অক্টোবরের মধ্যে ধাপে ধাপে টাকা তুলে নেওয়া হয়। ১৬ তারিখ ব্যাঙ্কে পাস বই আপডেট করাতে গিয়ে তিনি বিষয়টি জানতে পারেন। ঘটনায় সালার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি।
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -