নদিয়া: বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ। নদিয়ার নবদ্বীপ থানা এলাকার বামনপুকুরে চাঞ্চল্য।
নির্যাতিতা শিশুর পরিবারের দাবি, বুধবার প্রতিবেশীর বাড়িতে লেপ তৈরি করতে আসেন গামু হোসেন নামে এক যুবক। ওই সময় শিশুটি ওই বাড়ির উঠোনে খেলছিল। অভিযোগ, বিস্কুটের লোভ দেখিয়ে শিশুটিকে বাড়ির ছাদে নিয়ে যায় ওই যুবক। সেখানেই তঁকে যৌন নির্যাতন করা হয়। নির্যাতিতার মা বলেন, বাড়িতে এসে মেয়ে অসুস্থ হয়ে পড়েছিল। আমরা সঙ্গে সঙ্গে ছেলেটাকে ধরি। অস্বীকার করেছিল। ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার পর শিশুটিকে মায়াপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করা হয়। রাতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীদের দাবি, ধৃত যুবক বিহারের মুজফরপুরের বাসিন্দা। বামনপুকুরের বাজার এলাকায় ভাড়া থাকেন তিনি। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।
বিস্কুটের লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ‘যৌন নির্যাতন’, গ্রেফতার বিহারের যুবক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Feb 2018 08:32 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -