গুসকরা: কমেছে সাংগঠনিক শক্তি, কমেছে অর্থবল! সিপিএমের পার্টি অফিস এখন ব্যবসায়ীর হাতে। লক্ষ্য, বাণিজ্যে বসতে লক্ষ্মী। মার্কস আর লেনিনের জায়গা নিচ্ছে লক্ষ্মী, গণেশের ছবি।

দৈনন্দিন খরচ চালাতে না পেরে পার্টি অফিস লিজে দেওয়া সিদ্ধান্ত নিয়েছে সিপিএম। ঘটনাস্থল পূর্ব বর্ধমানের গুসকরা পুর এলাকার লজপাড়া। পার্টি অফিস ব্যবহৃত হবে ব্যবসায়িক কাজে। সংস্কার চলছে ভেতরেও। এক বছরের জন্য মাসিক ১৫ হাজার টাকা ভাড়ায় এবার পার্টি অফিস তুলে দেওয়া হয়েছে ব্যবসায়ীর হাতে। এই ঘটনা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস।

সিপিএমের এই পার্টি অফিসের শিলান্যাস হয়েছিল ১৯৯৯ সালের ২০ জানুয়ারি। উদ্বোধন হয় ওই বছরেরই ১ মে। ২০১১ সালে রাজ্যে যখন পরিবর্তনের ঝড়, তখনও আউসগ্রাম বিধানসভা আসন ধরে রেখেছিল বামেরা। ২০১৬ সালে অবশ্য তা দখল করে নেয় তৃণমূল।

একসময় জমজমাট ছিল যে পার্টি অফিস, স্থানীয়দের দাবি, তা এখন খাঁ খাঁ করে। খরচ চলবে কী করে? তাই লিজ দেওয়ার সিদ্ধান্ত।