কলকাতা: গতকালের পর আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি। ওভার হেডের তার ছিঁড়ে শিয়ালদা মেন শাখায় ট্রেন চলাচল ব্যাহত। চন্দননগরে অটোয় গাছ পড়ে আহত ৪ যাত্রী।
পূর্বাভাস ছিলই। সেইমতো শনিবারের পর রবিবারও স্বস্তির বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে। রবিবার শহরে দিনভর ছিল মেঘলা আকাশ। সঙ্গে ভ্যাপসা গরম।
এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। দিনভর ঘেমে-নেয়ে নাকাল হওয়ার পর স্বস্তির বৃষ্টি নামে সন্ধ্যায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বিহারের ওপর ঘূর্ণাবর্তের কারণেই দক্ষিণবঙ্গে এই বৃষ্টিপাত। শুধু কলকাতা নয়, বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও। কিন্তু স্বস্তির সঙ্গে ছিল অস্বস্তিও।
শিয়ালদহ মেন শাখার জগদ্দল ও কাঁচরাপাড়ায় লাইনের তার ছিঁড়ে যাওয়ায় ব্যাহত হয় ট্রেন চলাচল। বৃষ্টি হয় হুগলির একাধিক জায়গাতেও। চন্দননগরে একটি অটোর ওপর গাছ পড়ে আহত হন চার যাত্রী। বৃষ্টিতে ভিজেছে নদিয়াও। কৃষ্ণনগরে রাস্তায় গাছ পড়ে ব্যাহত হয় যান চলাচল। বীরভূমেও রবিবার সন্ধে থেকেই শুরু হয় বৃষ্টি। পরে ঝোড়ো হাওয়া। দুই বর্ধমানের প্রায় সব জায়গায় এদিন সন্ধ্যায় বৃষ্টি হয়। জেলাজুড়ে বৃষ্টিপাত পুরুলিয়াতেও
আবহবিদরা জানিয়েছে, বিহার থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। এর জেরে উত্তরবঙ্গের একাধিক জেলাতে আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গেও চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। কিন্তু গুমোট গরমের অস্বস্তি কাটার সম্ভাবনা কম।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, ট্রেন চলাচল ব্যাহত, গাছ পড়ে আহত ৪
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Apr 2017 01:20 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -