মূক ও বধির ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার প্রতিবেশী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Apr 2018 10:23 AM (IST)
উত্তর ২৪ পরগনা: মূক ও বধির ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ। গ্রেফতার প্রতিবেশী। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগরে। শিশুটির বাবা প্রাক্তন সেনাকর্মী। পরিবারে দাবি, প্রতিদিনের মতো গতকালও প্রতিবেশীর বাড়িতে খেলতে যায় শিশুটি। বাড়িতে ফেরার পরে মেয়েকে দেখে সন্দেহ হয় মায়ের। বিষয়টি জানাজানি হওয়ার পর গোপালনগর থানায় অভিযোগ দায়ের হয়। রাতেই অভিযুক্ত প্রতিবেশীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে বধূ হত্যা ও ডাকাতির অভিযোগও রয়েছে বলে প্রতিবেশীদের দাবি।