বীরভূম: বীরভূমের মহম্মদবাজারে জাতীয় সড়কের উপরে গাড়ি দাঁড় করিয়ে তোলাবাজির অভিযোগে পাঁত পুলিশকর্মীকে সাসপেন্ড করলেন পুলিশ সুপার।
সাসপেন্ড হওয়া তিন পুলিশকর্মী হলেন-- ১ এসএসআই, ২ কনস্টেবল ও ২ হোমগার্ড। পুলিশ সুপার জানান, এঁরা প্রত্যেকেই মহম্মদবাজার থানায় কর্মরত ছিলেন।
মহম্মদবাজারে, ৬০ নম্বর জাতীয় সড়কে পণ্যবাহী গাড়ি থেকে পুলিশের তোলাবাজির অভিযোগ নতুন কোনও বিষয় নয়। জেলা পুলিশ সূত্রে খবর, সম্প্রতি, তোলাবাজি সংক্রান্ত একাধিক অভিযোগ জমা পড়ে পুলিশের উঁচুমহলে।
সরেজমিনে তা খতিয়ে দেখতে শুক্রবার রাতে, সাদা পোশাকে, সাধারণ গাড়ি নিয়ে টহল দিতে বেরোন বীরভূম জেলা পুলিশের এক আধিকারিক। জাতীয় সড়ক ধরে কিছুদূর এগোতেই তাঁর চোখে পড়ে সবকিছু।
রিপোর্ট যায় বীরভূমের পুলিশ সুপার নীলকান্ত সুধীর কুমারের কাছে। সঙ্গে সঙ্গে ৫ অভিযুক্তকে তিনি সাসপেন্ড করেন। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। জেলা পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
জাতীয় সড়কে গাড়ি দাঁড় করিয়ে ‘তোলাবাজি’, সাসপেন্ড ৫ পুলিশকর্মী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Nov 2017 06:15 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -