দার্জিলিং: কাকার বিরুদ্ধে মহানন্দা সেতু থেকে আড়াই বছরের ভাইপোকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ। স্থানীয় মহিলার তৎপরতায় রক্ষা। শনিবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে শিলিগুড়ির মহানন্দা সেতুতে।
ঘড়িতে তখন সকাল ১১টা। প্রত্যক্ষদর্শীদের দাবি, শিশু কোলে নিয়ে, ব্যস্ত মহানন্দা সেতুর মাঝামাঝি গিয়ে দাঁড়াতে দেখা যায় এক ব্যক্তিকে। অভিযোগ, আচমকাই ওই ব্যক্তি, কোলে থাকা শিশুকে নদীতে ছুড়ে ফেলেন। সেই সময় নদীতে স্নান করতে নেমেছিলেন স্থানীয় এক মহিলা। তাঁর তৎপরতায় রক্ষা পায় শিশুটি। ততক্ষণে পথচলতি মানুষ অভিযুক্তকে ধরে ফেলেছে।
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম নন্দন শাহ। ধৃতের বিরুদ্ধে, নিজের ভাইপোকে অপহরণ করে খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
কিন্তু, একরত্তি ভাইপোর ওপর কাকার এত রাগ কেন? শিশুর মা সুমিত্রা শাহ বলেন, একসঙ্গেই থাকি আমরা, সংসারে অশান্তি হয়। ওকে পছন্দ করত না। কিন্তু, এভাবে নদীতে কেন ফেলে দিল তা বুঝতে পারছি না।
কিন্তু একরত্তি ভাইপোকে কেন পছন্দ করতেন না নন্দন? উত্তর খুঁজছে পুলিশ। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা শিশুটি এখন শিলিগুড়ি হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।