বহরমপুর: মুর্শিদাবাদের কান্দিতে টোটো আটকে মহিলা যাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ মত্ত যুবকদের বিরুদ্ধে। বাধা দিলে কিশোর যাত্রী ও টোটোচালককেও মারধরের অভিযোগ।

গতকাল রাতে মনোহরপুরের লক্ষ্মীপুজোর মেলা দেখে ফিরছিলেন পুরন্দরপুরের বাসিন্দা পাঁচ মহিলা ও এক কিশোর। তাঁরা একটি টোটোয় ওঠেন। অভিযোগ, ঘনশ্যামপুরের কাছে কান্দি-বহরমপুর রাজ্য সড়কে টোটো আটকে মহিলাদের শ্লীলতাহানি করে ১২-১৪ জন মত্ত যুবক। প্রতিবাদ করায় কিশোর ও টোটোচালককে মারধর করা হয় বলে অভিযোগ। চিৎকার শুনে পুলিশের টহলদারি ভ্যান এসে সকলকে উদ্ধার করে। কান্দি থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা পলাতক।