কলকাতা: সকালের শহরে মুষলধারে বৃষ্টি। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া জেলাতেও। বাজ পড়ে তিন জেলায় ৬ জনের মৃত্যু। বেসরকারি সূত্রে, সংখ্যাটা ৮। আহত আরও ৯। ঝড়ে গাছ পড়ে সল্টলেকে জখম তিন।
সকাল থেকে গুমোট গরম, কাঠফাটা রোদ। হঠাৎ কালো হয়ে এল আকাশ। কয়েক ঘণ্টার মধ্যেই বদলে যায় আবহাওয়া। গুমোটের অস্বস্তি কাটিয়ে নামল স্বস্তির বৃষ্টি। স্বস্তির বৃষ্টির মধ্যেই অস্বস্তি বাড়িয়ে বাজ পড়ে তিন জেলায় ৬ জনের মৃত্যু। কলকাতা সহ বিভিন্ন জেলায় শুরু হয় বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। ঝড়ের দাপটে বিভিন্ন জায়গায় উপড়ে পড়ে গাছ।
এর মধ্যেই, নদিয়ার চাপড়ার কাঠগড়া গ্রামে জমিতে চাষের কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু হয় দুই যুবক ও দুই প্রৌঢ়ের। হাওড়ার পাঁচলার শুভয়াড়া গ্রামে জমিতে কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু হয় উর্মিলা মণ্ডল নামে এক মহিলার। বাঁকুড়ার সারেঙ্গার বটডাঙাতেও চাষের কাজ করার সময় বাজ পড়ে এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। বেসরকারি সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনাতেও বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, এপ্রিল মাস থেকে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে রাজ্যে ২৫ জনের মৃত্যুর খবর মিলেছে।
এদিকে, এদিন সল্টলেকের এ এ ব্লকে গাড়ির ওপর গাছ পড়ে জখম হন চালক সহ তিনজন। ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি। অন্যদিকে মানিকতলা মেন রোডের আন্ডার পাশের কাছে গাছ ও ল্যাম্প পোস্ট পড়ে কিছুক্ষণের জন্য ব্যাহত হয় যান চলাচল।
বজ্রপাতে তিন জেলায় মৃত ৬
Web Desk, ABP Ananda
Updated at:
16 May 2018 05:38 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -