কলকাতা: কলকাতা ও তিন জেলায় পথ-দুর্ঘটনার বলি ৮। উত্তর ২৪ পরগনা ও কলকাতায় দুটি পথ দুর্ঘটনা। শিশু-সহ পাঁচ জনের মৃত্যু। দক্ষিণ ২৪ পরগনার দুর্ঘটনায় তিন জনের মৃত্যু। অন্যদিকে হাওড়ায় ট্রেলারে ধাক্কা লরির। পা বাদ গেল লরি চালকের। রবিবার, উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বেড়াচাঁপা-বাদুরিয়া রোডে ইটবোঝাই লরির সঙ্গে একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। গাড়িটি ছিটকে পড়ে পাশের নয়ানজুলিতে!!! তার ওপরে গিয়ে পড়ে ইটবোঝাই লরিটি!!! ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। ৪ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আট বছরের এক বালিকাকে মৃত ঘোষণা করা হয়। ঘটনার পরই পালিয়ে যান ঘাতক লরির চালক। এদিন কলকাতার তারাতলাতেও দুর্ঘটনায় একজনের প্রাণ গিয়েছে। মৃত যুবক পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, বাইক নিয়ে ওই যুবক রবীন্দ্রনগরের দিক থেকে দ্রুত গতিতে আসছিলেন। তারাতলা নেচার পার্ক মোড়ের কাছে ১০ চাকার একটি ট্রেলার তাঁকে পিষে দেয়!!! ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। ঘাতক ট্রেলারের চালককে আটক করেছে পুলিশ।
কলকাতা, জেলায় সড়ক দুর্ঘটনার বলি ৮
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Feb 2018 09:13 PM (IST)