পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে বাজি ফাটানোর সময় দুর্ঘটনা, আহত ৩ কিশোর-সহ ৮
Web Desk, ABP Ananda | 30 Oct 2016 04:30 PM (IST)
পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে বাজি ফাটানোর সময় দুর্ঘটনা। মণ্ডপের সামনে পড়ে থাকা বাজিতে আগুন। আহত ৩ কিশোর-সহ ৮। আলোর উৎসবে বিপত্তি। বাজির বিস্ফোরণে ঝলসে গেল তিন কিশোর সহ আট জন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে একটি মণ্ডপের সামনে বাজি ফাটাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। পাশেই মজুত করে রাখা ছিল বাজিগুলি। আচমকাই বাজির আগুনের ফুলকি গিয়ে পড়ে সেখানে। বিস্ফোরণের মতো শব্দে একসঙ্গে ফেটে যায় সব বাজি। গোটা ঘটনা এতটাই দ্রুত ঘটে যায় যে পাশে দাঁড়িয়ে থাকা লোকজন সরে যাওয়ারও সময় পাননি। বাজির আগুনে তিন কিশোর সহ ন’জন গুরুতর জখম হন। আহতদের সেখান থেকে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তারা সেখানেই চিকিৎসাধীন।