মালদা: মালদা আছে মালদাতেই। এমনিতেই জেলার বিভিন্ন প্রান্তের দুষ্কৃতী দৌরাত্ম্য নিয়ে চিন্তায় পুলিশ কর্তারা। তাঁদের চিন্তা আরও বাড়িয়ে এবার উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র। গ্রেফতার দুই অস্ত্র কারবারি।

পুলিশ সূত্রে খবর, মালদার ইংরেজবাজার ও কালীয়াচক থেকে উদ্ধার হয়েছে ৪টি পাইপগান, ৪টি পিস্তল, ৩টি মাস্কেট ও ২৪ রাউন্ড গুলি।

কালীপুজোর আগে জেলার বিভিন্ন অংশে অস্ত্র জড়ো হয়েছে বলে খবর পায় পুলিশ। শুরু হয় তল্লাশি। প্রথমে ইংরেজবাজারের শায়ালপুরের বাড়ি থেকে তরুণ ঘোষকে গ্রেফতার করা হয় পরে তাকে জেরা করে গ্রেফতার করা হয় মহিবুর শেখ নামে আরেক অস্ত্র ব্যবসায়ীকে।

ধৃতদের জেরা করছে পুলিশ। এই অস্ত্র তারা কোথা থেকে পেল তা জানতে শুরু হয়েছে তদন্ত। পুলিশ কর্তারা মনে করছেন এই দু’জনের থেকে আরও বেশ কিছু অস্ত্র কারবারির খোঁজ মিলতে পারে। আপাতত সেই সন্ধানই শুরু করেছে পুলিশ।