পুরুলিয়া: ৩ দিনে ৩ বার দলবদল!২৯ নভেম্বর - আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপি ছেড়ে যুব তৃণমূলে।১ ডিসেম্বর যুব তৃণমূল ছেড়ে আবার এবিভিপিতে।সেদিনই একঘণ্টার মধ্যে ফের যুব তৃণমূলে প্রত্যাবর্তন। পুরুলিয়ার কনকনে শীতেও, এক নেতার এহেন ঘনঘন দলবদল জেলার রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে।


নাম, গৌরব মুখোপাধ্যায়! ঝালদার এই নেতা মাত্র ৩ দিনে দল বদলেছেন ৩ বার! গৌরবের দলবদলে, এখন জেলার রাজনীতিতে হাসির রোল!শুধু দল নয়, কয়েক ঘণ্টার তফাতে নিজের বয়ান থেকেও পুরোপুরি ডিগবাজি খেয়েছেন তিনি!কখনও ভয় দেখিয়ে তৃণমূলে যোগদানের তত্ত্ব খাড়া করার চেষ্টা করেছেন, কখনও আবার জোর করিয়ে আরএসএস-এর ছাত্র সংগঠনের পতাকা ধরিয়ে দেওয়ার দাবি করেছেন!

গৌরব কয়েক ঘণ্টা আগেই বলেছিলেন, আমাকে ভয় দেখিয়ে ও পুলিশি হেনস্থা করা হবে বলে তৃণমূলে যোগ দেওয়ানো হয়। কিন্তু এবিভিপি আমার প্রাণ, আবার এসেছি, মন দিয়ে এবিভিপি করব। কয়েকঘণ্টার মধ্যেই রাজনৈতিক পরিচয় বদলে গৌরবের মুখে অন্য কথা! তখন তিনি যুব তৃণমূলকর্মী। বলেন, আমি কী কারণে তৃণমূলে যোগ দিয়েছি তা জানতে ডাকা হয়েছিল, সেখানে এবিভিপির পতাকা ধরিয়ে দেওয়া হয়। আমি তৃণমূলই করব।

বারবার দলবদলে ক্ষোভ ছড়িয়েছে তৃণমূলের অন্দরেও।ঝালদা  যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রাজেশ রায় বলেছেন,গৌরব আমাদের সাথে যোগাযোগ করে, জানায় তৃণমূলে যোগদান করব, আমি কাউকে ধমক চমক দিয়ে আনিনি, হঠাৎ শুনলাম এবিভিপি চলে গেছে। দিলীপ ঘোষের নেতৃত্বে ঝালদায় গুণ্ডাবাহিনী তৈরি হয়েছে তা আজ জানতে পারলাম, গৌরবকে পরামর্শ ,ভাই, বারবার দলবদল করোনা। মমতা ব্যানার্জি আমাদের গুণ্ডা তৈরি করেননি।

এদিকে তৃণমূলের বিরুদ্ধে জোর করে দলবদল করানোর অভিযোগ করেছে আরএসএস-এর ছাত্র সংগঠন। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জেলা সংযোজক তাপস কুইরি বলেছেন, বর্তমানে রাজ্যে জোর করে ছাত্র ছাত্রী জোর করে ভয় দেখিয়ে অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। যেভাবে সরকার চলছে, তার প্রতিবাদে বিদ্যার্থী পরিষদ লড়ছে ও লড়বে।

আয়ারাম-গয়ারাম শব্দটা ভারতীয় রাজনীতিতে দীর্ঘদিন প্রচলিত।কিন্তু, বিধানসভা ভোটের মুখে পুরুলিয়ার ঝালদার এই দলবদল নিঃসন্দেহে রাজনীতির একটি করুণ দিকই তুলে ধরল।