হুগলি: ক’দিন আগেই দেবানন্দপুরের কেষ্টপুরে মাছের মেলায় বিশাল বিশাল মাছ দেখেছে সাধারণ মানুষ। কিন্তু সেই দেবানন্দপুরকে এবার টেক্কা দিল চুঁচুড়া। সকাল সকাল চুঁচুড়া স্টেশন সংলগ্ন এলাকায় রটে গিয়েছিল খবরটা।আড়তে এসেছে বিশাল আকৃতির কাতলা।
ব্যাগ হাতে বের হওয়া বাজারবাবু থেকে প্রাতর্ভ্রমণকরী..... চেখে দেখার স্বাদ থেকে বঞ্চিত থাকলেও চোখে দেখার সাধ পূরণে ভিড় করেছেন সবাই।
সাধারণ মানুষ তো বটেই এতবড় মাছ দেখে অবাক আড়তদারদারও।
আড়তদাররা জানিয়েছে, এদিন সকালে স্থানীয় এক ব্যবসায়ী মাছটি নিয়ে আসেন।
মেপে দেখা যায় ওজন ২১ কেজি ৮০০ গ্রাম। যেমন ওজন তেমন দাম। কিন্তু কে কিনবে এতবড় মাছ? বেশিক্ষণ অবশ্য অপেক্ষা করতে হয়নি আড়তদারকে। ৩৮০টাকা কেজি দরে নগদ ৮ হাজার ২৮৪ টাকা দিয়ে কিনে নেন এক ব্যবসায়ী।
ব্যবসায়ীদের অনুমান, মাছটির বয়স ৮ থেকে ১০ বছর বয়স। এই মাছের স্বাদই আলাদা। মাছটি কিনেছেন যিনি, তাঁর দাবি, ৫০০ টাকা কেজি দরে বিক্রি করতে কোনও অসুবিধাই হবে না।