নদিয়া : পড়তে বসার জন্য বকাবকি করেছিলেন মা। বলেছিলেন, লেখাপড়া করে মানুষ হতে হবে তো। একাদশ শ্রেণির পড়ুয়া মেয়েকে এইটুকুই বলেছিলেন মা। অভিযোগ, তার জন্যই ঘরে ঢুকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে নদিয়ার দেবগ্রামে।

মৃত ছাত্রীর নাম তিথি সরকার। বয়স ১৬। বাবা এসএসবি জওয়ান। বাড়িতে মা দুই মেয়েকে নিয়ে থাকতেন মা। তাঁর দাবি, রবিবার বর্ষশেষের রাতে বাড়ির কাছে গান বাজিয়ে পিকনিক হচ্ছিল। মেয়ে পড়াশোনা থামিয়ে সেই গান শুনছিল। দেখে ধমকের সুরে মেয়েকে পড়তে বসতে বলেন মা। তাঁর দাবি, এরপরই মেয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়।

অনেকক্ষণ ডাকাডাকি করে সাড়া না পেয়ে শেষমেশ জানলা ভাঙেন মা। দেখেন, গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে মেয়ের দেহ।

বকাবকি করেছিলেন মেয়ের ভালর জন্য। কিন্তু, তার পরিণতি যে এই হবে, তা তিনি কল্পনাও করেননি। সেই মায়ের সন্তান হারানোর যন্ত্রণা এখন বেরোচ্ছে বুক ফাটা কান্না হয়ে।