কলকাতা: দুদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন তাতক্ষণিক তিন তালাক প্রথার বিরুদ্ধে আন্দোলনকারী ও সুপ্রিমকোর্টে মামলাকারী হাওড়ার ইশরাত জাহান। বিজেপিতে যোগ দেওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচ্ছ্বসিত প্রশংসা শোনা গেল তাঁর মুখে। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী একটা ‘বৈপ্লবিক আইন’ তৈরি করেছেন।


উল্লেখ্য, তিন তালাককে অপরাধ আখ্যা দিয়ে লোকসভায় কয়েকদিন আগেই পাশ হয়েছে একটি বিল। ওই বিলের প্রসঙ্গ তুলেই ইশরাত বলেছেন, ওই প্রথার শিকারদের এভাবে পাশে দাঁড়িয়েছেন মোদী।

ইশরাত জানিয়েছেন, বিজেপির মহিলা শাখার হয়ে কাজ করবেন তিনি।

উল্লেখ্য, ২০১৪-তে দুবাই থেকে ফোনে তিন তালাক দিয়ে বিবাহবিচ্ছেদ করেছিলেন ইশরাতের স্বামী। তিন তালাকের বিরুদ্ধে যে পাঁচ মুসলিম মহিলা সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছিলেন তাঁদের মধ্যে একজন ইশরাত। গত ২২ আগস্ট ঐতিহাসিক রায়ে ওই প্রথা অবৈধ বলে খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।

গত ২৬ ডিসেম্বর লোকসভায় মুসলিম মহিলা (বিবাহ সংক্রান্ত অধিকার সুরক্ষা) বিল, ২০১৭ পাশ হয়েছে। এতে তিন তালাককে অপরাধ আখ্যা দেওয়া হয়েছে এবং শাস্তির সংস্থান রাখা হয়েছে।

ইশরাত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় ক্ষোভ প্রকাশও করেছেন। তিনি বলেছেন, ‘আমি যে রাজ্যে বাসিন্দা সেখানে মুখ্যমন্ত্রী একজন মহিলা। কিন্তু আমার ক্ষেত্রে যে অবিচার হয়েছে এবং মুসলিম মহিলাদের লড়াইয়ে কোনও কিছুই করা হয়নি। আমি এখানে একাই লড়াই করেছি। কোনওখান থেকে বা কোনও রাজনৈতিক দলের কাছ থেকে সাহায্য পাইনি’।