বৃষ্টি ভেজা মাঠে ফুটবলের বারপোস্ট লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত ১৩
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Aug 2016 08:08 AM (IST)
ডেবরা: বৃষ্টি ভেজা মাঠে ফুটবলের বারপোস্ট লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ১৩ জন। আজ সকালে পশ্চিম মেদিনীপুরের ডেবরা কলেজের মাঠে এই ঘটনাটি ঘটেছে। এলাকাবাসীদের দাবি, সকালে ফুটবল খেলতে নামার আগে বারপোস্ট বসানোর সময় হঠাৎই খোলা তার লেগে সবাই বিদ্যুৎস্পৃষ্ট হন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। প্রত্যেককেই ডেবরা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।