জলপাইগুড়ি: কেন্দ্রীয় প্রকল্পের কাজের নামে ‘প্রতারণা’।তারপর ‘অপহরণ’।চাঞ্চল্যকর অভিযোগ জলপাইগুড়িতে।
জলপাইগুড়ির সাহেবপাড়ার বাসিন্দা হাসিনা খাতুন ২০১৫ সালে রাজগঞ্জ কলেজে ইতিহাসের দ্বিতীয় বর্ষে পড়ার সময় একটি বেসরকারি সংস্থায় চাকরির জন্য আবেদন করেন।
পরিবার সূত্রে দাবি, ওই সংস্থায় প্রশিক্ষণের জন্য আঠেরো হাজার টাকা দিতে হয়। তারপর, শিলিগুড়ির মাটিগাড়াতে এক বছরেরও বেশি সময় ধরে প্রশিক্ষণ হয় তরুণীর। তারপর তাঁকে পাঠানো হয় বীরভূমের রামপুরহাটে। সেখানেই কাজ করছিলেন ওই তরুণী।
কিন্তু, রামপুরহাটের অফিসের এক সতীর্থ তরুণীর থেকে ৪০ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে নেন বলে অভিযোগ। জলপাইগুড়িতে এসে সব কথা বাড়িতে জানান হাসিনা।তারপর ফের রামপুরহাটে যান সতীর্থের থেকে টাকা ও মোবাইল ফোন উদ্ধার করতে।পরিবারে দাবি, কোনওটাই না পেয়ে ফের জলপাইগুড়িতে ফিরছিলেন হাসিনা।১২ ডিসেম্বর সহযাত্রীর মোবাইল থেকে ফোন করে বাবাকে জানান হাওড়া থেকে ট্রেনে উঠে পড়েছেন।পরিবারের দাবি, সেই শেষবার কথা হয় মেয়ের সঙ্গে। তাদের সন্দেহ হাসিনাকে অপহরণ করা হয়েছে।
সংস্থার কর্ণধার এবং এক কর্মীর বিরুদ্ধে রাজগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার।
কেন্দ্রীয় প্রকল্পের কাজের নামে তরুণীকে প্রতারণা-অপহরণের অভিযোগ
ABP Ananda, web desk
Updated at:
01 Jan 2018 08:46 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -