ঘুরতে এসে মহিলাকে ভাঙা মদের বোতল দিয়ে ‘খুনের চেষ্টা’,গ্রেফতার যুবক, কী সম্পর্ক, খতিয়ে দেখছে পুলিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Nov 2017 07:45 PM (IST)
নদিয়া: মহিলার গলায় মদের ভাঙা বোতল দিয়ে আঘাত ।গুরুতর জখম মহিলা হাসপাতালে ভর্তি।অভিযুক্ত যুবক গ্রেফতার। নদিয়ার চাকদার কালুপুরে রবিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দাদের দাবি, হঠাত্ এক মহিলার চিত্কার শুনে সকলে ছুটে গিয়ে দেখেন,একটি গাড়িতে চালকের আসনে বসে এক যুবক। পিছনের সিটে রক্তাক্ত অবস্থায় চিত্কার করছেন এক মহিলা। মহিলার অভিযোগ, ভাঙা মদের বোতল দিয়ে তাঁর গলায় আঘাত করে ওই যুবক। এরপরে অভিযুক্ত যুবককে পাকড়াও করেন স্থানীয় বাসিন্দারা। জানা গেছে, পিন্টু বিশ্বাস নামে ওই যুবক নদিয়ার মদনপুরের বাসিন্দা। আহত মহিলার বাড়ি উত্তর ২৪ পরগনার সোদপুরে। যুবককে গাড়ি থেকে বের করে মারধর করা হয়। আহত মহিলা কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি। ওই যুবককে গ্রেফতার করেছে চাকদা থানার পুলিশ। খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু হয়েছে। পুলিশের অনুমান, একসঙ্গে ঘুরতে গিয়ে কোনওকারণে তাঁদের মধ্যে ঝগড়া হয়। তারপরেই ওই মহিলাকে আঘাত করেন যুবক। কিন্তু ওই যুবক ও মহিলার মধ্যে কী সম্পর্ক, তা তদন্ত করে দেখছে পুলিশ।