সোমনাথ মিত্র, সিঙ্গুর: হুগলির সিঙ্গুরে ছিনতাইয়ে বাধা দেওয়ায় স্ত্রী-ছেলে-মেয়ের সামনেই এক ব্যক্তিকে গুলি করে খুন। দুষ্কৃতীরা পলাতক। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নিহত ব্যক্তি পেশায় মোটরভ্যান চালক।


স্থানীয় সূত্রে জানা গেছে, সিঙ্গুরের সিংহের ভেড়ি এলাকার বাসিন্দা মনোজ মন্ডল (৫০) স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে কানগুই অঞ্চলে শ্বশুরবাড়ি থেকে ২ নং জাতীয় সড়ক ধরে বাড়ি ফিরছিলেন। তাঁরা জাতীয় সড়ক থেকে গ্ৰামের রাস্তায় নামতেই দুই দুষ্কৃতী ঘিরে ধরে ছিনতাই করার চেষ্টা করে। মনোজ ছিনতাইয়ে বাধা দিলে দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মনোজ। তারপর দুষ্কৃতীরা তাঁর স্ত্রী, মেয়ের কাছ থেকে গয়না, মোবাইল ফোন লুঠ করে পালায়।


দিনের আলোয় এই ধরনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সিঙ্গুরের সিংহের ভেড়ি গ্ৰামে। এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মনোজকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 


স্থানীয় সূত্রে খবর, বুধবার জামাইষষ্ঠী উপলক্ষে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন মনোজ। শুক্রবার আর বাড়ি ফেরা হল না। শুক্রবার বিকেলে স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে নিজের মোটরভ্যানে করে বাড়ি ফিরছিলেন তিনি। জাতীয় সড়ক থেকে গ্রামে ঢোকার সময় রাস্তা আটকায় দুই বাইক আরোহী দুষ্কৃতী। তারা ছিনতাইয়ের চেষ্টা করলে বাধা দেন মনোজ। তখনই আচমকা গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লাগে মনোজের মাথায়। তারপর তাঁর স্ত্রী ও মেয়ের গয়না ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় মনোজকে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।


শ্যামল দাস নামে এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, ‘এমন ঘটনা এখানে এর আগে কখনও ঘটেনি। আমাদেরও রাতে যাতায়াত করতে হয়। চরম আতঙ্কে আছি আমরা।’


হুগলির পুলিশ সুপার গ্রামীণ আমনদীপ জানিয়েছেন, ‘সিঙ্গুরে জাতীয় সড়কের কাছাকাছি গ্রামের রাস্তায় একজন খুন হয়েছেন। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।’