কলকাতা: এখনও পর্যন্ত মোট ৫ কোটি পশ্চিমবঙ্গবাসীকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। শনিবার একথা জানিয়েছেন, রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী। তিনি দাবি করেছেন, মাত্র ১৮ দিনে ১ কোটি মানুষকে ভ্যাকসিন দিয়ে নজির সৃষ্টি করেছে বাংলা। স্বাস্থ্য অধিকর্তা আরও জানিয়েছেন, শনিবার সন্ধে ৬টা পর্যন্ত একদিনে সাড়ে এগারো লক্ষ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে।


প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে একদিনে ২ কোটিরও বেশি ভ্যাকসিন দিল কেন্দ্র। যা দৈনিক ভ্যাকসিনেশনের ক্ষেত্রে রেকর্ড। বিরোধীদের প্রশ্ন, এতদিন ভ্যাকসিন জমিয়ে রেখে, মোদির জন্মদিনে পাবলিসিটি স্টান্টের কী খুব প্রয়োজন ছিল? ভ্যাকসিন নিয়ে বিরোধীরা অহেতুক রাজনীতি করছে। পাল্টা আক্রমণের পথে হেঁটেছে বিজেপি


গতকাল নরেন্দ্র মোদির জন্মদিনে একদিনে ২ কোটিরও বেশি ভ্যাকসিন দিয়েছিল কেন্দ্র!
বিশ্বরেকর্ড গড়ে উচ্ছ্বসিত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মিষ্টি বিলি করেন। বিজেপির শরিক দলের মন্ত্রী নরেন্দ্র মোদিকে ভগবান আখ্যা দেন।  আর বিরোধীরা প্রশ্ন তুলল, ভ্যাকসিন না দিয়ে, জমিয়ে রেখে, মোদির জন্মদিনে পাবলিসিটি স্টান্টের কী প্রয়োজন ছিল?


শুক্রবার ছিল প্রধানমন্ত্রীর ৭১তম জন্মদিন। চমক দেওয়ার অপেক্ষায় ছিল বিজেপি ও কেন্দ্রীয় সরকার!এর আগে গত ৩১ অগাস্ট, একদিনে ১ কোটি ৩০ লক্ষ্য ভ্যাকসিন দেওয়া হয়েছিল। দৈনিক সর্বোচ্চ ভ্যাকসিনেশনের ক্ষেত্রে সেটাই ছিল রেকর্ড। আর শুক্রবার প্রধানমন্ত্রীর জন্মদিন ২ কোটিরও বেশি ভ্যাকসিনেশনের মাধ্যমে তৈরি হল নতুন রেকর্ড!


দিল্লির সফদরজঙ্গ হাসপাতালে গিয়ে স্বাস্থ্য কর্মী ও চিকিৎসকদের মিষ্টিমুখ করান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। পাল্টা বিরোধীদের প্রশ্ন, ভ্যাকসিন তো অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস!
তা প্রতিদিন দেওয়া উচিত। দেশজুড়ে মানুষ প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা লাইনে লাইনে দাঁড়িয়ে থাকছে, আর শুধুমাত্র নরেন্দ্র মোদির জন্মদিনে চমক দিতে হবে, তার জন্য এতদিন ধরে ভ্যাকসিন কম দিয়ে, জমিয়ে রাখাটা, কি আদৌ যুক্তিযুক্ত কাজ হতে পারে?


আরও পড়ুন: West Burdwan: প্রায় ৪ বছর পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার কুখ্যাত লোহা মাফিয়া গোপাল জয়সওয়াল 


আরও পড়ুন: Viral Fever Among Children: মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আরও এক শিশুর মৃত্যু, সংখ্যা বেড়ে ৬