রাজা চট্টোপাধ্যায়, রাজগঞ্জ: মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ফের বড়সড় সাফল্য পেল স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। পাচারের পথে উদ্ধার ১৬ লক্ষ টাকার ব্রাউন সুগার। গ্রেফতার ৩ পাচারকারী। 


গতকাল গভীর রাতে এসটিএফ আধিকারিকদের কাছে খবর আসে একটি বেসরকারি বাসে করে অসম থেকে কলকাতায় পাচার করা হচ্ছে নিষিদ্ধ মাদক।


খবর পেয়ে রাজগঞ্জ টোল প্লাজার কাছে ওৎ পেতে বসেছিল রাজগঞ্জ থানার পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্সের একটি বিশাল টিম। এরপর নির্দিষ্ট নম্বরের বাস আসতেই তাকে দাড় করিয়ে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ১ কিলোগ্রাম পরিমাণ ব্রাউন সুগার। যার বাজার মূল্য প্রায় ১৬ লক্ষ টাকা বলে জানা গেছে। 


ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। পুলিশ সূত্রে খবর, এদের মধ্যে সাদ্দাম আলি ও আলিমুদ্দিন রহমানের বাড়ি অসমে এবং তৃতীয়জন উত্তরপ্রদেশের বাসিন্দা জসীম আনসারি। 


সম্প্রতি, প্রেসিডেন্সি সংশোধনাগারে মাদক পাচার করতে গিয়ে হাতেনাতে পাকড়াও করা হয় এক নাইজেরিয়ান বন্দিকে। জেল সূত্রে খবর, সংশোধনাগারের পাঁচিল টপকে ভিতরে মাদকের প্যাকেট ছুড়ে ফেলা হয়। 


প্রতারণার মামলায় ধৃত এক নাইজেরিয়ান বন্দি প্যাকেটটি নিতে যায়। কারারক্ষীরা ঘটনাস্থলে গেলে, মাদকের প্যাকেটটি লুকিয়ে ফেলে ওই বন্দি। 


জিজ্ঞাসাবাদের সময় অন্য নাইজেরিয়ান বন্দিদের একাংশ কারারক্ষীদের উপর চড়াও হয়। হাতাহাতিও হয় বলে সূত্রের খবর। পরে, অন্য কারারক্ষী ও পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। 


এর আগে, গতমাসের ১৮ তারিখ দুর্গাপুরের মাদক কারবারিকে কলকাতায় গ্রেফতার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ২৬ কোটি টাকার হেরোইন। 


গোপন সূত্রে খবর পেয়ে প্রগতি ময়দান এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করে এসটিএফ। বাজেয়াপ্ত করা হয় প্রায় সাড়ে ৫ কেজি হেরোইন।


তার আগে, মালদার ইংরেজবাজারে মাদক উদ্ধার হয়। গ্রেফতার করা ২ মাদক পাচারকারীকে। গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজারের কানির মোড়ে অভিযান চালায় পুলিশ। হাতেনাতে পাকড়াও করে দুই যুবককে। 


শিলিগুড়ির বাসিন্দা ওই মাদক পাচারকারীদের কাছ থেকে উদ্ধার হয়েছে সাড়ে ৩০০ গ্রাম ব্রাউন সুগার, যার বাজারমূল্য আনুমানিক দেড়লক্ষ টাকা। 


আরও পড়ুন: হেরোইন সহ দুই যুবককে গ্রেফতার করল সামসেরগঞ্জ থানার পুলিশ


আরও পড়ুন: স্পেশাল টাস্ক ফোর্সের অভিযান, শিলিগুড়ি থেকে উদ্ধার ১৮ লক্ষ টাকা ও হেরোইন