বারুইপুর:  বারুইপুরে চলন্ত ট্রেনে মোবাইল ফোন ছিনতাই। স্টেশনে নেমে ছিনতাইবাজকে ধাওয়া কলেজ ছাত্রীর। পড়ে গিয়ে ছাত্রীর মাথা ফেটে যায়। তাড়া খেয়ে ফোন ফেলে চম্পট দেয় ছিনতাইবাজ। বারুইপুরে জিআরপিতে অভিযোগ দায়ের।

রবিবার রাত এগারোটা নাগাদ সবে বারুইপুর স্টেশনে ঢুকেছিল ডাউন লক্ষ্মীকান্তপুর লোকাল।

জেনারেল কামরায় ছিলেন দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের প্রথম বর্ষের পড়ুয়া রাবেকা খাতুন। যাদবপুর থেকে গোচরণ যাচ্ছিলেন তিনি।

অভিযোগ, হঠাৎই ভিড়ের মধ্যে থেকে এক যুবক, ছাত্রীর হাতে থাকা মোবাইল ফোনটি ছিনতাই করে ট্রেন থেকে নেমে যায়। ততক্ষণে বারুইপুর স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে।

ছিনতাইবাজকে ধাওয়া করতে চলন্ত ট্রেন থেকেই প্ল্যাটফর্মে ঝাঁপ দেন কলেজছাত্রী!পড়ে গিয়ে মাথা ফেটে যায় ছাত্রীর। ওই অবস্থাতেই উঠে দাঁড়িয়ে ফের ছিনতাইবাজকে ধাওয়া করেন ছাত্রী।

ততক্ষণে প্ল্যাটফর্মের বাকি যাত্রীরাও এগিয়ে আসেন। এরই মধ্যে মোবাইল ফোনটি ফেলে চম্পট দেয় ছিনতাইবাজ।

গুরুতর আহত অবস্থায় ছাত্রীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর মাথায় সেলাই পড়েছে।

ঘটনায় বারুইপুর জিআরপিতে অভিযোগ দায়ের হয়েছে। যদিও এখনও অধরা অভিযুক্ত। কিন্তু, চলন্ত ট্রেনে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা। প্রত্যক্ষদর্শীদের অনেকেই বলছেন, নিজের জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে দুষ্কৃতীর পিছু ধাওয়া করলেন ছাত্রী, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।