কলকাতা: সামনেই ভোটযুদ্ধ। ভোটের দিন ঘোষণার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই চূড়ান্ত তৎপরতা রাজনৈতিক দলগুলিতে। প্রচারে সুর চড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুভেন্দু অধিকারীরা।
রাজ্যে এসে পৌঁছচ্ছে কেন্দ্রীয় বাহিনীর একের পর এক কোম্পানি। কাল ব্রিগেডের আগে ব্যস্ততা বাম-কংগ্রেস জোট শিবিরেও। এরই মধ্যে এডিজি আইনশৃঙ্খলার পদ থেকে জাভেদ শামিমকে সরিয়ে দিল নির্বাচন কমিশন।
এই পরিস্থিতিতে আজ তুলে ধরা হচ্ছে সি ভোটারের দ্বিতীয় দফার জনমত সমীক্ষা। সি ভোটার এবং সিএনএক্সের প্রথম দফার সমীক্ষার পর, আজ সামনে এল সি ভোটারের দ্বিতীয় দফার সমীক্ষা।
পশ্চিমবঙ্গের বিধানসভায় মোট আসন ২৯৪। ম্যাজিক ফিগার ১৪৮। মানুষের মন বুঝতে জনমত সমীক্ষা চালিয়েছে সি ভোটার। আর সেই ওপিনিয়ন পোলে উঠে এসেছে বেশ কিছু চমকপ্রদ তথ্য।
সাধারণ মানুষের সামনে প্রশ্ন করা হয়েছিল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সবথেকে জনপ্রিয় কে?
সি ভোটারের জনমত সমীক্ষা অনুযায়ী, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার নিরিখে এখনও শীর্ষে বর্তমান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো। সমীক্ষা অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করছেন ৫৫ শতাংশ মানুষ।
আরও পড়ুন:
C-Voter Opinion poll বিধানসভা ভোটে কোন দল ক’টি আসন পেতে পারে? কী বলছে C Voter জনমত সমীক্ষা
এরপরই দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নাম। ২৫ শতাংশ মানুষ তাঁকে পছন্দ করেছেন।
এরপর যথাক্রমে রয়েছেন-- মুকুল রায় (৯ শতাংশ), সুজন চক্রবর্তী (৩ শতাংশ), অধীর চৌধুরী (২ শতাংশ) ও অন্যান্য (৬ শতাংশ)