কলকাতা: পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের পারদ ক্রমশ চড়ছে। শাসক তৃণমূল কংগ্রেসের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি। 


কী হবে আসন্ন ভোটে? বিধানসভা কে দখল করবে? ফের একবার কি মসনদ ধরে রাখতে সক্ষম হবে তৃণমূল কংগ্রেস? না কি, এবার ক্ষমতা আসবে বিজেপি?


পশ্চিমবঙ্গের বিধানসভায় মোট আসন ২৯৪। ম্যাজিক ফিগার ১৪৮। এই পরিস্থিতিতে আজ তুলে ধরা হচ্ছে সি ভোটারের দ্বিতীয় দফার জনমত সমীক্ষা। 


সি ভোটার এবং সিএনএক্সের প্রথম দফার সমীক্ষার পর, আজ সামনে এল সি ভোটারের দ্বিতীয় দফার সমীক্ষা।


মানুষের মন বুঝতে জনমত সমীক্ষা চালিয়েছে সি ভোটার। আর সেই ওপিনিয়ন পোলে উঠে এসেছে বেশ কিছু চমকপ্রদ তথ্য।





সাধারণ মানুষের সামনে প্রশ্ন করা হয়েছিল, আসন্ন বিধানসভা ভোটে কোন দল ক’টি আসন পেতে পারে? 


সি ভোটারের জনমত সমীক্ষা অনুযায়ী, তৃণমূল পেতে  পারে ১৪৮ থেকে ১৬৪ আসন। বিজেপি পেতে পারে ৯২-১০৮ আসন। 


আরও পড়ুন:


C-Voter Opinion poll পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে সবচেয়ে বেশি পছন্দের কে? কী বলছে C Voter জনমত সমীক্ষা


অন্যদিকে, সি ভোটার জনমত সমীক্ষা অনুযায়ী, বাম-কংগ্রেস জোট পেতে পারে ৩১ থেকে ৩৯টি আসন। এছাড়া, অন্যান্যরা পেতে পারে ১-৫টি আসন।