কলকাতা: দুর্ঘটনায় রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। কসবার রাজডাঙা নবপল্লি এলাকায় দুর্ঘটনা। বনমন্ত্রীর গাড়িতে ধাক্কা ম্যাটাডোরের। গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে স্বস্তির খবর, সুরক্ষিত রয়েছেন বনমন্ত্রী।
এই দুর্ঘটনা সম্পর্কে মন্ত্রী বলেছেন, এমন ঘটতে পারে। বড় করে দেখার কিছু নেই। কারুর কিছু ক্ষতি হয়নি। তবে গাড়িটির ক্ষতি হয়েছে।
উল্লেখ্য,কয়েকদিন আগে ইংরেজি বছরের প্রথম দিনে দুর্ঘটনার কবলে পড়েছিল কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র কনভয়। আসানসোল থেকে কলকাতায় ফেরার পথে বাবুল সুপ্রিয়র কনভয় দুর্ঘটনার মুখে পড়েছিল।
জামুড়িয়ার সাতগ্রামে বাবুলের কনভয়ে ধাক্কা মারে একটি গাড়ি। কনভয়ে থাকা বাবুলের আপ্ত সহায়কের গাড়িতে ধাক্কা লেগেছিল।
গাড়ির ধাক্কায় আহত হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর আপ্ত সহায়ক। তবে, কেন্দ্রীয় মন্ত্রীর কোনও ক্ষতি হয়নি।
গাড়িটি লেন ভেঙে বাবুলের কনভয়ে ঢুকে পড়ে। আসানসোল থেকে কলকাতা ফেরার পথে দুর্ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় গাড়ির চালককে গ্রেফতার। চালকের বিরুদ্ধে মত্ত অবস্থায় থাকার অভিযোগ উঠেছে।
কসবায় দুর্ঘটনা, রাজীব বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে ধাক্কা ম্যাটাডোরের, সুরক্ষিত মন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Jan 2021 03:00 PM (IST)
দুর্ঘটনায় রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। কসবার রাজডাঙা নবপল্লি এলাকায় দুর্ঘটনা। বনমন্ত্রীর গাড়িতে ধাক্কা ম্যাটাডোরের। গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে স্বস্তির খবর, সুরক্ষিত রয়েছেন বনমন্ত্রী।
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -