আসানসোলে উল্টে গেল বাস, আহত ৫৮
ABP Ananda, Web Desk | 20 Sep 2016 12:07 PM (IST)
আসানসোল: আসানসোলের শীতলা মোড়ে ২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। বাস উল্টে আহত ৫৮জন তীর্থযাত্রী। তাঁদের মধ্যে ৩২জনের অবস্থা আশঙ্কাজনক। মেদিনীপুর থেকে গয়া যাচ্ছিল তীর্থযাত্রীবোঝাই বাসটি। রাত ৩টে নাগাদ আসানসোল উত্তর থানা এলাকার শীতলা মোড়ে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে যায়। আহত হন বাসের ৫৮ জন যাত্রী। তাঁদের আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।