মেষ

ব্যবসায় অতিরিক্ত প্রাপ্তিযোগের সম্ভাবনা। পরিচিত কারও থেকে উপকৃত হতে পারেন। আপনার রুক্ষ ব্যবহারে অনেকে কষ্ট পেতে পারেন।



বৃষ

নানা ঘটনায় আজ সারা দিন ব্যস্ততায় কাটবে। যে কাজে যাবেন, সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। সমাজসেবামূলক কাজে সুনাম পেতে পারেন।




মিথুন

অতিরিক্ত আবেগ বিপদ ডেকে আনতে পারে। বুদ্ধি দিয়ে বিচার করে কাজ করবেন। কাজের সূত্রে অন্যত্র যেতে হতে পারে।




কর্কট

গুরুজনদের উপদেশে সংসারে শ্রীবৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে নিজের দোষে অপদস্থ হওয়ার আশঙ্কা। পরোপকার করতে গিয়ে সংসারের শান্তি নষ্ট হতে পারে। সজ্জন ব্যক্তির সান্নিধ্যে মানসিক সুখ লাভের সম্ভাবনা।




সিংহ

সন্তানের কাজের ফলে আনন্দ ও গর্ববোধ। বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। ভাল চাকরির যোগ আছে। বাড়িতে শুভ অনুষ্ঠানের জন্য অর্থ খরচ।



কন্যা

ব্যবসায় অর্থ প্রাপ্তি যোগ আছে। নিজের ভুল শুধরে নিয়ে সংসারে শান্তি স্থাপনের চেষ্টা সফল হতে পারে। গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে। জলপথে ভ্রমণ না করাই ভাল।





তুলা

সমাজসেবামূলক কাজে সুনাম পেতে পারেন। লটারিতে প্রাপ্তি যোগ। চিকিৎসার কাজে সারাদিন অস্থিরতা থাকবে। সঞ্চয় বৃদ্ধির সম্ভাবনা।




বৃশ্চিক

কঠোর পরিশ্রমে ব্যবসায় উন্নতি লাভের সম্ভাবনা। শারীরিক সমস্যায় কাজ কর্মে ব্যাঘাত ঘটবে। নিজের আবেগ সংযত না করতে পারলে ক্ষতির সম্ভাবনা। প্রতিযোগিতা মূলক কাজে সাফল্য লাভ।




ধনু

নিজের বাকপটুতায় শত্রুনাশের সম্ভাবনা। সন্তানের ভাল কাজে সুনাম বৃদ্ধি। রাস্তায় সাবধানতা অবলম্বন জরুরি, রক্তপাতের আশঙ্কা। মাথার যন্ত্রণা বা সাইনাসের সমস্যায় ভোগান্তি।




মকর

কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। উচ্চশিক্ষায় হঠাৎ বাধার যোগ আছে। কোনও জটিল অসুখে ভোগান্তি হতে পারে। অপ্রিয় সত্যি বলায় বিবাদে জড়িয়ে পড়ার আশঙ্কা।




কুম্ভ

স্ত্রীর দ্বারা ব্যবসায় শুভ কিছু হতে পারে। তৃতীয় ব্যক্তির জন্য সংসারে অশান্তির যোগ। প্রতিবেশীর সঙ্গে বিরোধের আশঙ্কা রয়েছে।




মীন

নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন, উন্নতির যোগ রয়েছে। অত্যধিক পরিশ্রমের ফলে শরীরে ক্লান্তি আসবে। বুদ্ধি বলে সব বাধা পেরিয়ে জয়লাভের সম্ভাবনা।