অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা, দুর্ঘটনার সময় অভিষেকের গাড়ির স্পিডোমিটারে ৮০-তে আটকে কাঁটা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Oct 2016 06:20 PM (IST)
কলকাতা: তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্ঘটনায় এবার অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করল পুলিশ। ভারতীয় দন্ডবিধির ৩২৬ ধারায় গুরুতর আঘাত, ৩০৭ ধারায় খুনের চেষ্টা, এবং ১২০ বি ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা রুজু করা হয়েছে। এছাড়া হাইওয়ে অ্যাক্টের ৮বি ধারাতেও মামলা রুজু হয়েছে। জেলা পুলিশ মামলা রুজু করলেও বুধবারই এই মামলা সংক্রান্ত সব নথিপত্র নিয়েছে সিআইডি। বুধবারও ঘটনাস্থলে যান ফরেনসিক আধিকারিকরা। নমুনা হিসেবে ঘটনাস্থলে পড়ে থাকা ভাঙা কাচের টুকরো সংগ্রহ করেন তাঁরা। দুর্ঘটনায় পড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িটি হরিপাল থানায় রাখা হয়েছে।৮০-তে আটকে রয়েছে গাড়ির স্পিডোমিটারের কাঁটা । যা দেখে তদন্তকারীদের অনুমান, দুর্ঘটনার মুহূর্তে গাড়িটি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ছুটছিল। তবে এবিষয়ে নিশ্চিত হতে অভিষেকের গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুধের গাড়ি ও ব্রেক ভ্যানের চালককেও জেরা করা হচ্ছে। বুধবার হাইওয়ের নিরাপত্তা নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানে ছিলেন রাজ্য পুলিশের ডিজি, ট্রাফিক, পরিবহণ দফতর, পূর্ত দফতরের আধিকারিকরা। সূত্রের খবর, সেখানে কয়েকটি প্রস্তাব নিয়ে আলোচনাও হয়েছে। যেমন--হাইওয়েতে আরও বেশি করে সিসিটিভি বসানো। হাইওয়ের নজরদারিতে টহলদারি ভ্যানের সংখ্যা বাড়ানো। হাইওয়ে ট্রাফিক আউটপোস্ট তৈরি করা। এবং স্পিড গভর্নরের মাধ্যমে গতি নিয়ন্ত্রণ করা।