পশ্চিম মেদিনীপুর: ফের অ্যাসিড হামলার শিকার কলেজ ছাত্রী! এবার ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের খকুড়দা!
মঙ্গলবার বিকেলে ঘাটাল কলেজে পরীক্ষা দিয়ে, সাইকেলে করে বাড়ি ফিরছিলেন পাঁশকুড়া কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। অভিযোগ, বাড়ি থেকে কিছুটা দূরে আচমকাই তাঁর পথ আটকে দাঁড়ায় একটি বাইক! আরোহীর মাথায় হেলমেট। মুখ ঢাকা কালো কাপড়ে! ছাত্রীর দাবি, ওই ব্যক্তি অ্যাসিড ছোড়ে তাঁকে লক্ষ্য করে!
সারা শরীরে অ্যাসিডের তীব্র জ্বালা নিয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই ছাত্রী! প্রথমে তাঁকে ঘাটাল মহকুমা হাসপাতালে, পরে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, অ্যাসিড হামলার জেরে পুড়ে গিয়েছে ছাত্রীটির শরীরের বেশ কিছুটা অংশ! হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি। কিন্তু, কী কারণে এমন নৃশংস হামলার শিকার হলেন এই তরুণী? ছাত্রীর দাবি, গ্রামেরই এক যুবকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে সেই সম্পর্ক ভেঙে যায়। ওই যুবকই তরুণীকে অ্যাসিড হামলার হুমকি দেয় বলে অভিযোগ।
এই অ্যাসিড হামলার সঙ্গে তরুণীর প্রাক্তন প্রেমিকের কোনও যোগ রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। এখনও এই মামলায় কেউ গ্রেফতার হয়নি।
এর আগেও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মালদা-সহ রাজ্যের নানা প্রান্তে অ্যাসিড হামলার শিকার হতে হয়েছে তরুণীদের! নৃশংস রোষের আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে বহু জীবনকে! খোলা বাজারে অ্যাসিড বিক্রি নিষিদ্ধ। তারপরেও অ্যাসিড হামলা কিন্তু রোখা যাচ্ছে না। যার সাক্ষী এবার পশ্চিম মেদিনীপুরের খকুড়দা!