কলকাতা: কনকনে কলকাতা। রবিবার পারদ নেমে ১০ ডিগ্রি সেলসিয়াসে। যা গত পাঁচ বছরে সর্বনিম্ন। শীতলতম দিনের নতুন রেকর্ড শহরের। আগামী কয়েক দিন এরকমই ঠান্ডা থাকার পূর্বাভাস। কলকাতার পাশাপাশি জেলাতেও এবার জাঁকিয়ে শীত। বীরভূমে জারি শৈত্যপ্রবাহ।
এ দিন সর্বনিম্ন তাপমাত্রা ১০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতরের পরিসংখ্যান বলছে, এর আগে, ২০১৩ সালে ৯ জানুয়ারি এই শহরে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৯ ডিগ্রিতে। তারপর থেকে ২০১৪, ’১৫, ’১৬, ’১৭ - কোনও বারই পারদ ১১ ডিগ্রির নীচে নামেনি। এই চার বছরে ২০১৭ সালের ১৫ জানুয়ারি ছিল শীতলতম। সেদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস। আর ২০১৮-র শুরুতে, সেই এগারোর গেরো কাটিয়ে কলকাতা দশে। রবিবার ১০.৬।
গত কয়েক দিন ধরেই চালিয়ে ব্যাট করেছে শীত। প্রায় প্রতিদিনই পারদ নেমেছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবার ছিল ১৩.৭, বৃহস্পতিবার ছিল ১২.৬। শুক্রবার তা কমে হয় ১১.১, শনিবার সামান্য বেড়ে হয় ১১.৬। আর রবিবার কলকাতায় শীতলতম, ১০.৬।
আলিপুরের পূর্বাভাস, আগামী কয়েক দিন কলকাতায় এরকমই শীত থাকবে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ১০-এর ঘরে।
কলকাতার পাশাপাশি জেলাতেও এবার জাঁকিয়ে শীত। জানুয়ারিতে জবুথবু জেলাবাসী। শ্রীনিকেতনে রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৫ ডিগ্রি কম। পশ্চিম বর্ধমানের পানাগড়ে আরও ঠাণ্ডা। তাপমাত্রা ৫.২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আসানসোলে ৭.১, মালদায় ৭.৪, কোচবিহারে ৭.৬, জলপাইগুড়িতে ৮.৬, বাঁকুড়ায় ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। সৈকতনগরী দিঘায় তাপমাত্রা ৯.৯ ডিগ্রি সেলসিয়াস।
আর দমদমে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টাতেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা এরকমই থাকবে। তবে দুই মেদিনীপুর, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি রয়েছে।
৫ বছরে তাপমাত্রার রেকর্ড পতন, ১০.৬ ডিগ্রিতে কনকনে কলকাতা, জবুথবু জেলাও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Jan 2018 07:35 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -