কলকাতা: ক্রমশ শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় রোয়ানু। আজ বিকেলের মধ্যে রাজ্যের উপকূলবর্তী অঞ্চল ছুঁয়ে এই ঝড় বাংলাদেশে পৌঁছে যাবে। তার আগে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই রোয়ানুর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।
ইতিমধ্যেই রাজ্যের উপকূলবর্তী অঞ্চলগুলিতে ভারী বৃষ্টি শুরু হয়েছে। আগামি ২৪ ঘণ্টাতেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। ক্ষয়ক্ষতির আশঙ্কায় সতর্ক থাকতে বলা হয়েছে জেলা প্রশাসনগুলিকে। তৈরি রয়েছে বিপর্যয় মোকাবিলা দলও। মত্স্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
আজ বিকেলের মধ্যে ঘূর্ণিঝড় রোয়ানু দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের ওপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা। সতর্ক প্রশাসন। কিন্তু দিঘার ছবিটা একেবারে উল্টো। গতকাল মাইকিং হলেও, আজ দিঘা সৈকতে প্রশাসনের ঢিলেঢালা মনোভাব। সকাল থেকে কোনও পুলিশি তত্পরতা চোখে পড়েনি। ফলে সতর্কতা উপেক্ষা করেই সমুদ্রের ধারে ভিড় জমিয়েছেন পর্যটকরা।
তবে মন্দারমণিতে অনেকটাই সক্রিয় প্রশাসন। নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে উপকূলবর্তী অঞ্চলের বাসিন্দাদের। চলছে মাইকিং। এদিকে, গতকাল রাতে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী, ডায়মন্ডহারবার, সুন্দরবন-সহ একাধিক এলাকায় প্রবল বৃষ্টি হয়েছে।
ক্রমশ শক্তি হারাচ্ছে রোয়ানু, বিকেলের মধ্যে রাজ্যকে ছুঁয়ে ঝড় আছড়ে পড়বে বাংলাদেশে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 May 2016 02:42 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -