ফেসবুক করার জন্য বকেছে দাদা, হাবড়ায় অভিমানে আত্মঘাতী ছাত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Sep 2017 12:22 PM (IST)
হাবড়া: ফেসবুক করা নিয়ে দাদার বকুনির জেরে আত্মঘাতী হল একাদশ শ্রেণির এক ছাত্রী। উত্তর ২৪ পরগনার হাবড়ায় ঘটনাটি ঘটেছে। পরিবার সূত্রে খবর, ফেসবুকে অধিকাংশ সময় মগ্ন থাকায় গতকাল ওই ছাত্রীর দাদা তাকে বকাবকি করেন। বিকেলে ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, নিজের হোয়াটসঅ্যাপ প্রোফাইলে মারা গিয়েছে বলে স্ট্যাটাস দিয়েছিল ওই ছাত্রী। কী কারণে এমন স্ট্যাটাস দিল সে তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।