কলকাতা ও দার্জিলিং: দার্জিলিং, কালিম্পঙের পর এবার সুখিয়াপোখরি। পাহাড়ে শান্তি ফেরাতে সর্বদল বৈঠকের আগে ফের বিস্ফোরণ। মংপুতে সিঙ্কোনা-গুদামে আগুন। এরই মধ্যে গোর্খাল্যান্ডের দাবিতে অনড় থেকে সুর নরম মোর্চার।
বৃহস্পতিবার সকালে দার্জিলিঙের সুখিয়াপোখরি থানার কাছে বাজারে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি গাড়ি। কালিম্পঙের মতো এখানেও গ্রেনেড হামলা চালানো হয়েছে বলে অনুমান পুলিশের। অন্যদিকে মংপুতে মোর্চার বিরুদ্ধে সিঙ্কোনা-গুদামে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। যদিও তারা অভিযোগ অস্বীকার করেছে।
এরই মধ্যে মোর্চার তরফে মুখ্যমন্ত্রীকে বিমল গুরুঙ্গ চিঠি দিয়েছেন বলে দাবি করা হয়েছে। মোর্চা সভাপতির চিঠিতে গোর্খাল্যান্ডের দাবি নিয়ে আলোচনার আর্জির পাশাপাশি পাহাড়ে আন্দোলনে মৃত্যুর ঘটনায় সিবিআই বা বিচারবিভাগীয় তদন্ত, খাবার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের সরবরাহ, আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, ইন্টারনেট ও কেবল টিভি পরিষেবা চালু, মৃত ও আহতদের পরিবারকে আর্থিক সাহায্যের দাবি জানানো হয়েছে।
যদিও বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গুরুঙ্গের কোনও চিঠি পাইনি। মোর্চার তরফ থেকে বিনয় তামাঙ্গের চিঠি পেয়েছি। ওরা বলেছে, মিটিং-এ আসবে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
পাহাড়ে ফের বিস্ফোরণের মধ্যেই সুর নরম মোর্চার, আলোচনা চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Aug 2017 12:17 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -