বারাসাত: ফের ব্লু হোয়েলের ফাঁদে স্কুলপড়ুয়া। সেই একই কায়দা, সেই একই চ্যালেঞ্জ! ক্রমশ মৃত্যুর মুখে এগিয়ে যাওয়া! উত্তর ২৪ পরগনার বারাসাতে ফের ব্লু হোয়েলের ছায়া! এবার ‘নীল তিমি’র ফাঁদে নবম শ্রেণির পড়ুয়া!
বৃহস্পতিবার সকালে স্কুলে আসার পর, ছাত্রের হাতে কাটা দাগ দেখতে পান এক শিক্ষক। ছাত্রের সঙ্গে কথা বলে জানা যায়, সেও মারণ গেমের শিকার! আর দেরি করেনি স্কুল কর্তৃপক্ষ। ছাত্রের বাড়িতে বিষয়টি জানানো হয়। খবর যায় বারাসাত থানায়। পুলিশ থানায় নিয়ে গিয়ে ছাত্রের কাউন্সেলিং করায়। ছাত্রটি জানায়, রাত ১২টার পর সে গেম খেলত। তার দাবি, তাকে ব্ল্যাকমেল করা হত। বাড়ির ছেলের এই কীর্তি শুনে মাথায় হাত নিম্নবিত্ত পরিবারের। এদিন স্কুলে অন্যান্য পড়ুয়াদেরও কাউন্সেলিং করে পুলিশ। সচেতনতা প্রসারে বিলি হয় লিফলেট।
কয়েকদিন আগে বারাসাতের আরেক স্কুলে একই ঘটনা ঘটে। স্কুল কর্তৃপক্ষের তৎপরতায় মারণ গেমের হাত থেকে রক্ষা পায় দুই ছাত্রী। শুধু বারাসাতই নয়। হাওড়, হুগলি থেকে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর-- ক্রমশ বিস্তৃত ‘নীল তিমি’র ছায়া।