ফের ডেঙ্গির থাবা, নিউটাউনে মৃত গৃহবধূ, বেলদায় কলেজ ছাত্র
Web Desk, ABP Ananda | 06 Sep 2016 02:01 PM (IST)
পশ্চিম মেদিনীপুর: ২ জেলায় ডেঙ্গির থাবা। নিউটাউনে ডেঙ্গিতে গৃহবধূর মৃত্যু। পশ্চিম মেদিনীপুরের বেলদায় ডেঙ্গিতে মৃত্যু বেসরকারি কলেজের ছাত্রর। নিউটাউনের জ্যোতিনগরের সাত নম্বর গলির বাসিন্দা শঙ্করী বিশ্বাস কয়েকদিন ধরে ভুগছিলেন জ্বরে। সোমবার গভীর রাতে এনআরএস হাসপাতালে মৃত্যু হয় বছর ৩৫-এর ওই গৃহবধূর। মৃত্যুর কারণ, ডেঙ্গি। এর আগেও বিধাননগর পুরসভায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কয়েক জনের। মাস খানেক আগে ভারতীয় বিদ্যাভবনের দুই পড়ুয়ার মৃত্যু হয়। কয়েকদিন আগে মারা যান বাগুইআটির বাসিন্দা এক যুবক। তারপর এই গৃহবধূ। নিউটাউনের মতো ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা পশ্চিম মেদিনীপুরের বেলদাতেও। সোদপুরের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তেন বেলদার হোসেনপুরের বাসিন্দা রাহুল রায়। কয়েকদিন আগে জ্বর নিয়ে বাড়িতে আসেন। সোমবার সকালে ভর্তি করা হয় মেদিনীপুর শহরের একটি হাসপাতালে। রাতেই মৃত্যু হয় ওই ১৭ বছরের কিশোরের। নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা। বৃষ্টি বাড়লে যেখানে ডেঙ্গির দাপট কমে বলে মত বিশেষজ্ঞদের, সেখানে এখও দাপট অব্যাহত ডেঙ্গির। চিন্তায় বিশেষজ্ঞরা।