বীরভূম: একদিকে নোট বাতিল, অন্যদিকে রোজভ্যালিকাণ্ডে তৃণমূল সাংসদদের গ্রেফতারি। দুই ইস্যুকে এক সূত্রে গেঁথে প্রতিদিনই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণের সুর চড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বীরভূমের সভাতেও তার ব্যতিক্রম হল না।

তৃণমূলনেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের সভা থেকে আক্রমণ শানিয়ে বলেছেন ‘ক্ষমতায় আছি, যা ইচ্ছে তাই করছি। এমন নির্লজ্জ তুঘলকি রাজত্ব দেখিনি। মমতা থাকবে, তুমি থাকবে না ক্ষমতায়। খুব তাড়াতাড়ি গাইতে হবে হরি দিন তো গেল সন্ধে হল’।

এদিন মমতা সরব হয়েছেন নোট বাতিল নিয়ে। তিনি বলেছেন মোদীর কালো হয়ে গেল ভালো। ভালো হয়ে গেল কালো। তুঘলকিবাবুদের তুঘলকিপনায় ভারত শেষ। দেশের ৩০ শতাংশ লোক কর্মচ্যুত। ব্যাঙ্কের টাকা তুলতে গিয়ে ১২০ জনের মৃত্যু। দায়িত্ব নেবেন? মোদীবাবু প্লাস্টিক চাল খাবেন? খেয়ে দেখুন কেমন লাগে?

কখনও আবার দলের সাংসদদের গ্রেফতারির প্রেক্ষিতে তৃণমূল নেত্রী তুললেন রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ।

এবিষয়ে তাঁর অভিযোগ ‘সিবিআইয়ে নিজেদের লোক বসিয়েছে। নোট বাতিল নিয়ে বলছে বলে তৃণমূল নেতাদের গ্রেফতার। শুধুই ষড়যন্ত্র, সবার উপর বুলডোজার চালাচ্ছে। সুদীপ মানুষের কথা বলছে। সুদীপকে চোর বলো, তাপসকে চোর বলো’। এরপর পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। এভাবেই আক্রমণ, পাল্টা আক্রমণ ঘিরে ক্রমেই জোরালো হয়েছে তরজা।