সোমনাথ মিত্র, সিঙ্গুর: ‘দাদার অনুগামী’-দের পর এবার পড়ল ‘স্যরের অনুগামী’ পোস্টার। সিঙ্গুরের বিভিন্ন জায়গায় বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ছবি দিয়ে পোস্টার। শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়ের পর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের পোস্টার ঘিরে তৈরি হয়েছে জল্পনা। এনিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়রা বেসুরো মন্তব্য করার পরই দল ছাড়া তাঁদের নামে পড়েছিল পোস্টার। সিঙ্গুরের তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার পর তাঁর নামেও হুগলির একাধিক জায়গায় পড়ল পোস্টার। যা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

রবীন্দ্রনাথ ভট্টাচার্যের অনুগামী নেপাল শাসমলের দাবি, ‘রবীন্দ্রনাথ ভট্টাচার্য সততার প্রতীক। দুর্নীতির প্রতিবাদ করেন বলে দূরে সরিয়ে রাখছে দল।’

সিঙ্গুরের তৃণমূল বিধায়ক অবশ্য নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। তাঁর বক্তব্য, ‘আমি সিঙ্গুরের চারবারের বিধায়ক। আমি গর্বিত। ওরা তো দলের বিরুদ্ধে কিছু বলেনি। দলবদলের ভাবনা নেই। দুর্নীতি নিয়ে লড়ব।’

সম্প্রতি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ঘনিষ্ঠকে সরিয়ে সিঙ্গুরের ব্লক সভাপতি করা হয় হরিপালের তৃণমূল বিধায়ক বেচারাম মান্নার ঘনিষ্ঠকে। কিন্তু, তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেন সিঙ্গুরের তৃণমূল বিধায়ক। তিনি বলেন, ‘আমি ওকে মেনে নেব না, কারণ, অর্থনৈতিক দুর্নীতিতে ডুবে আছে। বিধানসভা ভোটের আগে পরিস্থিতি দেখে চূড়ান্ত সিদ্ধান্ত। কোনওমতেই মানব না। দুর্নীতিগ্রস্তদের মেনে নিতে পারব না।’

পাল্টা গোবিন্দ ধাড়া বলেন, ‘দল আমায় নির্বাচিত করেছে। দলের যে সাংগঠনিক কাজের দায়িত্ব দিয়েছে, আমি তাই পালন করব।’

তৃণমূলের এই অন্তর্দ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। হুগলি সাংগঠনিক জেলার বিজেপি সহ-সভাপতি সঞ্জয় পান্ডে তৃণমূলকে খোঁচা দিয়েছেন।

গত লোকসভা ভোটের ফলের নিরিখে সিঙ্গুর বিধানসভা কেন্দ্র বিজেপির থেকে ১০ হাজার ৪২৯ ভোটে পিছিয়ে ছিল তৃণমূল। এই প্রেক্ষাপটে বিধানসভা ভোটের আগে সিঙ্গুরের টানাপোড়েন তৃণমূলের অস্বস্তি বাড়াবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।