রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: প্রায় ২৫ বছর আগে গণেশের দুধ খাওয়ার গুজব তোলপাড় ফেলে দিয়েছিল সারা দেশে। এবার সেই স্মৃতি ফিরল বহরমপুরের কৃষ্ণমাটি ছয়ঘড়ি পূর্বপাড়ায়। স্থানীয়দের দাবি, এখানকার একটি মন্দিরে কালী প্রতিমার ডান চোখ দিয়ে নাকি গড়িয়ে পড়ছে জল!
মুখে মুখে ঝড়ের গতিতে ছড়িয়েছে খবর। সঙ্গে সঙ্গে মন্দিরে বেড়েছে দর্শনার্থীর ভিড়। সারাদিন ধরে চলছে পুজো আচ্চা।ভক্তদের আবেগও যেন বাঁধ মানছে না।
কেউ কেউ তো কেঁদেও ফেলছেন।
কিন্তু, এমনটা কি আদৌ সম্ভব? খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন বিজ্ঞানমঞ্চের প্রতিনিধিরা। তাঁদের দাবি, প্রতিমার চোখ থেকে জল গড়াতে পারে না। এর পিছনে নিশ্চিতভাবে কারও হাত রয়েছে। মুর্শিদাবাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চর সম্পাদক সজল বিশ্বাসের ব্যাখ্যা, চোখে এবং নাকের ওপরে গ্লিসারিন বা কোন তেল রং বা কোন জল জাতীয় বা তরল জাতীয় পদার্থ তুলির অগ্রভাগ দিয়ে ওখানে যদি ঠেকানো যায়- তাহলে সেটা নাকের উপর দিয়ে এবং চোখের উপর দিয়ে গড়িয়ে নিচের দিকে নামবে।
বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিদের এই দাবির পরই, মন্দির চত্বর থেকে হালকা হতে শুরু করে ভক্তদের ভিড়। চোখের জল মুছে বাড়ির পথ ধরেন অনেক ভক্ত।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
কালীর চোখ দিয়ে গড়াচ্ছে জল! তোলপাড় বহরমপুর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Dec 2020 08:23 PM (IST)
প্রায় ২৫ বছর আগে গণেশের দুধ খাওয়ার গুজব তোলপাড় ফেলে দিয়েছিল সারা দেশে। এবার সেই স্মৃতি ফিরল বহরমপুরের কৃষ্ণমাটি ছয়ঘড়ি পূর্বপাড়ায়। স্থানীয়দের দাবি, এখানকার একটি মন্দিরে কালী প্রতিমার ডান চোখ দিয়ে নাকি গড়িয়ে পড়ছে জল!
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -