কলকাতা: দিল্লি থেকে দুর্গাপুর সরাসরি ফ্লাইট পুনরায় চালু করল এয়ার ইন্ডিয়া। প্রায় ২২ মাস বন্ধ থাকার পর ফের শুরু হল এই রুট। সকাল ৮টা ২৫ মিনিট নাগাদ এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই-৭৫৬ দুর্গাপুর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেয়। সকাল ১০টা ৩৫ মিনিট নাগাদ দিল্লি পৌঁছয়। এর আগে ১২২ আসনের এয়ারবাস এ৩১৯ বিমানটি ভোর ৫টা ৫০ মিনিট নাগাদ দিল্লি থেকে রওনা দিয়ে সকাল ৭টা ৫০ মিনিট নাগাদ দুর্গাপুরে পৌঁছয়।
এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, দুদিকের যাত্রার সময় সবকটি আসন পূর্ণ ছিল। জানা গিয়েছে, সপ্তাহে চারদিন বিমান উভয় দিকেই চলাচল করবে। এমনকী, যাত্রী টানতে আকর্ষণীয় ভাড়াও রাখা হয়েছে বলে দাবি করেন এয়ার ইন্ডিয়ার এক কর্তা।
প্রসঙ্গত, ২০১৫ সালের মে মাসে দুর্গাপুর থেকে বিমান পরিষেবা শুরু করে এয়ার ইন্ডিয়া। সেই সময় একটি ফ্লাইট দুর্গাপুর হয়ে কলকাতা থেকে দিল্লি যেত। কিন্তু, ২০১৬ সালের ১৭ জুন পরিষেবা সংক্রান্ত জটিলতার কারণ দেখিয়ে তা বন্ধ করার সিদ্ধান্ত নেয় রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটি।
দুর্গাপুর-দিল্লি সরাসরি ফ্লাইট পুনরায় চালু এয়ার ইন্ডিয়ার
Web Desk, ABP Ananda
Updated at:
16 Apr 2018 04:56 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -