মুম্বই: বীরভূমের সাঁইথিয়ার নির্জন রাস্তায় সোমবার বিকেলে উত্যক্ত করা ৩ যুবককে পিটিয়ে ঠান্ডা করেছে সে। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী প্রিয়ঙ্কা সিংহ রায় এখন বীরভূমের হিরো। এবার তার কথা বলে টুইট করলেন স্বয়ং অক্ষয় কুমার। অক্ষয় মার্শাল আর্টে দক্ষ, সিনেমার সমস্ত স্টান্টও করেন নিজে। তাই ১৮ বছরের প্রিয়ঙ্কাকে উজাড় করে প্রশংসা করেছেন তিনি। লিখেছেন, প্রিয়ঙ্কার খবর পড়ে অত্যন্ত খুশি হয়েছি। বহু মানুষের পক্ষে রোল মডেল... তুমি আরও এগিয়ে যাও। টুইটটি লাইক করেছেন ১৮,০০০ জন। আর ৩,০০০ বার রিটুইট হয়েছে সেটি।