আলিপুরদুয়ার ও কলকাতা: বিধানসভা ভোটের পর এবার আলিপুরদুয়ারে বিজেপিতে ভাঙন । জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা আগামীকাল যোগ দিতে চলেছেন তৃণমূলে। নিজেই এ কথা জানিয়েছেন তিনি। তবে তাঁর সঙ্গে আলিপুরদুয়ারের ৫ বিজেপি বিধায়কও তৃণমূলে যোগ দেবেন কিনা তা স্পষ্ট করেননি বিজেপি জেলা সভাপতি।
গঙ্গাপ্রসাদ শর্মা বলেছেন, তিনি তৃণমূলে যোগ দিচ্ছেন। তাঁর দাবি, তিনি একা নন, তাঁর সঙ্গে আরও কয়েকজন তৃণমূলে যোগ দেবেন।তবে তাঁরা কারা, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানাননি তিনি।
বিধানসভা ভোটে আলিপুরদুয়ার জেলার ৫টি আসনেই জয়ী হয়েছে বিজেপি। ভোটের ফল ঘোষণার মাসদুয়েকের মধ্যে বিজেপিতে ভাঙন ধরতে চলছে।
এ ব্যাপারে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, হতে পারে, কয়েকজন চাপে পড়ে তৃণমূল যোগ দিচ্ছেন। এতে দলের কোনও ক্ষতি হবে না।
অন্যদিকে, তৃণমূল এই ঘটনা ঘিরে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, কে বা কারা যোগ দিতে পারবেন, তা নিয়ে দলের শীর্ষ নেতৃবৃন্দ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। একইসঙ্গে তাদের কটাক্ষ, একদিন বিজেপি দল বলেই কিছু এ রাজ্যে থাকবে না।
উল্লেখ্য, বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপি যাওয়ার যেন হিড়িক পড়েছিল। প্রায় প্রত্যেকদিনই কোনও না কোনও নেতার বিজেপিতে যোগদানের খবর মিলছিল। কিন্তু বিধানসভা ভোটে ২০০ আসন পেয়ে বিজেপির ক্ষমতা দখলের স্বপ্ন সফল হয়নি। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় প্রত্যাবর্তন ঘটেছে তৃণমূলের। ভোটের ফল ঘোষণার পর দল বদলে বিজেপিতে যাওয়া অনেক নেতাই পুরানো দলে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন।
এরমধ্যে মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের পর দক্ষিণবঙ্গে ভাঙনের মুখে বিজেপি। কার্যত একই পরিস্থিতি উত্তরবঙ্গে বিজেপির স্ট্রং-হোল্ড বলে পরিচিত আলিপুরদুয়ারেও। গেরুয়া ব্রিগেডে ভাঙন ধরিয়ে খোদ জেলা বিজেপি সভাপতিই, সদলবলে তৃণমূলে যোগ দিতে চলেছেন বলে জানা গিয়েছে। এক প্রশ্নের জবাবে গঙ্গাপ্রসাদ শর্মা বলেছেন,
জেলার ৬ জন পদাধিকারী, বিধানসভার কনভেনর আছে..অনেক লোক আছেন...তাঁরা তৃণমূলে যোগ দিতে পারেন। তবে বিধায়কদের সঙ্গে কোনও কথা হয়নি।
ইতিমধ্যেই বিজেপির জেলা সভাপতি হিসেবে পাওয়া গাড়ি ছেড়েছেন গঙ্গাপ্রসাদ শর্মা।গঙ্গাপ্রসাদ যে দলত্যাগ করতে চলেছে, তা নিয়ে শোরগোল পড়ে গেছে জেলা বিজেপির অন্দরেও। জেলার এক বিজেপি নেতা বলেছেন, ওনার ড্রাইভার এসে গাড়ির চাবি তুলে দিয়ে গেছে, জেলা সভাপতি আর আমাদের দলে থাকছেন না এটা পরিষ্কার। ভাল সাফল্য আসার পরও কেনো এটা হলো বুঝতে পারছি না।
২০১৯-এর লোকসভা ভোটে তৃণমূলের হাত থেকে আলিপুরদুয়ার আসনটি ছিনিয়ে নেয় বিজেপি।বিধানসভা ভোটে জেলার ৫টি বিধানসভার সবকটিই বিজেপির দখলে।পর্যবেক্ষক মহলের একাংশের মতে, ২০১৫ থেকে জেলা বিজেপির সভাপতির দায়িত্ব সামলানো গঙ্গাপ্রসাদ শর্মার মতো দক্ষ সংগঠকের দলত্যাগ নিঃসন্দেহে বিজেপির কাছে বড় ধাক্কা।
জল্পনা ছড়িয়েছে, গঙ্গাপ্রসাদ শৰ্মা, জেলার বিজেপি বিধায়কদেরও মধ্যেও ভাঙন ধরাতে পারেন। যদিও,তা মানতে নারাজ বিধায়কদের একাংশ।
Exit Poll 2024
(Source: Poll of Polls)
Alipurduar BJP:এবার আলিপুরদুয়ারে বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগ দিচ্ছেন দলের জেলা সভাপতি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Jun 2021 05:41 PM (IST)
বিধানসভা ভোটে আলিপুরদুয়ার জেলার ৫টি আসনেই জয়ী হয়েছে বিজেপি। ভোটের ফল ঘোষণার মাসদুয়েকের মধ্যে বিজেপিতে ভাঙন ধরতে চলছে।
গঙ্গাপ্রসাদ শর্মা বলেছেন, তিনি তৃণমূলে যোগ দিচ্ছেন
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
Published at:
20 Jun 2021 04:15 PM (IST)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -