কলকাতা ও নয়াদিল্লি:  ঠান্ডার কামড় সঙ্গে কুয়াশার দাপট উত্তর ভারতে! দিল্লি, লখনউয়ে পারদ নামল ৬ ডিগ্রি সেলসিয়াসে। কুয়াশার জেরে বিপর্যস্ত বহু ট্রেন। যাত্রী দুর্ভোগ চরমে।

দিল্লি, লখনউয়ে পারদ নেমেছে ৬ ডিগ্রি সেলসিয়াসে। ইলাহাবাদে ২ ডিগ্রি,  গাজিয়াবাদে ৭ ডিগ্রি সেলসিয়াস। লুধিয়ানায় পারদ ৪ ডিগ্রির ঘরে।

হাড় কাঁপানো ঠান্ডার দোসর হয়েছে ঘন কুয়াশা। যার জেরে হাওড়া ও শিয়ালদামুখী বিভিন্ন দূরপাল্লার ট্রেন চলছে নির্ধারিত সময়ের থেকে অনেক দেরিতে। বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। দুর্ভোগে যাত্রীরা।

একনজরে দেখে নেব বিভিন্ন হাওড়া ও শিয়ালদামুখী ট্রেনের হাল হকিকত

  • কুয়াশার জেরে ১৫ ঘণ্টা দেরিতে চলছে অমৃতসর মেল,

  • অমৃতসর এক্সপ্রেস চলছে ১২ ঘণ্টা দেরিতে। উপাসনা এক্সপ্রেস ১১ ঘণ্টা দেরিতে। ১০ ঘণ্টা দেরিতে দৌড়চ্ছে নয়াদিল্লি-শিয়ালদা রাজধানী এক্সপ্রেস, কালকা মেল, সরাইঘাট এক্সপ্রেস ও দুন এক্সপ্রেস।


 

  • ৯ ঘণ্টা দেরিতে চলছে কলকাতা রাজধানী এক্সপ্রেস (ভায়া গয়া) এবং বিক্রমশিলা এক্সপ্রেস।

  • পূর্বা এক্সপ্রেস চলছে ৭ ঘণ্টা দেরিতে,

  • বাঘ এক্সপ্রেস ৬ ঘণ্টা দেরিতে।


 

  • বাতিল করা হয়েছে জালিয়ানওয়ালাবাগ-শিয়ালদা এক্সপ্রেস, আনন্দ বিহার-হাওড়া এক্সপ্রেস এবং জোধপুর একপ্রেস।


 

  • উত্তর ভারত যখন কুয়াশায় কাবু, তখন জম্মু-কাশ্মীর, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায় চলছে তুষারপাত।


 

অন্যদিকে, জম্মু-কাশ্মীরের কারগিলে তাপমাত্রা নেমেছে মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে। লাদাখে মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস।

বিপর্যস্ত জনজীবন।