কলকাতা: নোয়াপাড়া বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপির প্রার্থী  নিয়ে বিফলে মুকুল রায়ের উদ্যোগ। অস্বস্তির মুখে পড়ে এই আসনে প্রার্থী বদল করতে হল বিজেপিকে।


নোয়াপাড়ায় বিজেপি প্রার্থী সন্দীপ বন্দ্যোপাধ্যায়।

এর আগে প্রার্থী হিসেবে মঞ্জু বসুর নাম ঘোষণা করে বিজেপি। কিন্তু প্রাক্তন তৃণমূল বিধায়ক মঞ্জু বসু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিই তাঁর আস্থা রয়েছে। মমতাই তাঁর নেত্রী।

অস্বস্তিতে পড়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী মুকুল দাবি করেন, রাজ্যের শাকক দলের নেতাদের চাপের মুখেই এ কথা বলেছেন মঞ্জু। তৃণমূল সরাসরি মুকুলের এই অভিযোগ খারিজ করে।

শেষপর্যন্ত মঞ্জু বসু রাজি না হওয়ায় নোয়াপাড়ায় প্রার্থী বদল করতে হল গৈরিক দলকে।

উলুবেড়িয়া লোকসভা উপনির্বাচনেও বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। তিনি হলেন অনুপম মল্লিক।