বীরভূম: রাজ্য সফরের দ্বিতীয় দিনেও একগুচ্ছ কর্মসূচি অমিত শাহর। আজ যাচ্ছেন বীরভূমে।


সকালে নিউটাউনের হোটেল থেকে কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

পৌঁছবেন বোলপুরে। বিশ্বভারতীর হেলিপ্যাডে নামবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চপার।

এরপর গাড়িতে চড়ে অমিত শাহ যাবেন বিশ্বভারতীতে। সকাল ১১টা থেকে বেলা ১২টা ৪০ পর্যন্ত সেখানে থাকবেন।

প্রথমে রবীন্দ্রভবনে ঢুকে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করবেন। এরপর উপাসনা গৃহ, সঙ্গীত ভবন ঘুরে দেখবেন অমিত শাহ। ঘুরে দেখবেন আশ্রম চত্বর।

বাংলাদেশ ভবনেও যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে বৈঠকও করবেন শাহ।

এরপর রতনপল্লিতে বাসুদেব দাস বাউলের বাড়িতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শুনবেন গান, শিল্পীর বাড়ির শিব মন্দিরে পুজো দেবেন শাহ। সেখানেই সারবেন মধ্যাহ্নভোজ।

আজকের মেনুতে থাকছে, ভাত, মুগের ডাল, বেগুন ভাজা, পটল ভাজা, আলুপোস্ত, পালং শাকের তরকারি। টোমাটোর চাটনির সঙ্গে শাহি মেনুতে থাকছে নলেন গুড়ের রসগোল্লাও।

দুপুরের খাওয়া সেরে অমিত শাহ পৌঁছবেন বোলপুর ডাকবাংলোতে। পুজো দেবেন হনুমান মন্দিরে।

এরপর অনুব্রত মণ্ডলের খাসতালুক বোলপুরের ডাকবাংলো মাঠ থেকে বোলপুর চৌরাস্তা পর্যন্ত অমিত শাহর রোড শো।

বিকেলে সাংবাদিক বৈঠক।

এরপর দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবে শাহের কনভয়। সেখান থেকে দিল্লি উড়ে যাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিমান।