গোবরডাঙা: জালে একের পর এক জাল ডাক্তার। শুক্রবারই পঞ্চসায়র ও দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থেকে দুই জাল ডাক্তারকে গ্রেফতার করে পুলিশ। আর শনিবার জাল ডাক্তারের হদিশ মিলল উত্তর ২৪ পরগনার গোবরডাঙায়। সৌমেন দেবনাথ নামে এই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের গোবরডাঙা শাখার সম্পাদকের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়।
অভিযোগকারীর দাবি, গোবরডাঙায় একটি ওষুধের দোকানে প্রায় ৭-৮ মাস ধরে চিকিৎসা করছিলেন সৌমেন। প্রেসক্রিপশন দেখে সন্দেহ হয়। এরপর শুক্রবার রাতে গোবরডাঙার কালীবাড়ি এলাকার ওই ওষুধের দোকানে যান আইএমএ-এর সদস্যরা। জিজ্ঞাসাবাদ করেন সৌমেন দেবনাথকে। অভিযোগ, তাঁর কথায় একাধিক অসঙ্গতি মেলে। ধরা পড়ে যাওয়ার পর হাবড়ার বাসিন্দা সৌমেন স্বীকার করে নেন তিনি মাধ্যমিক পাশ। ভুয়ো রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে এতদিন চিকিৎসা করছিলেন। এরপরেই গোবরডাঙা পুলিশ ফাঁড়ির পুলিশ তাঁকে গ্রেফতার করে। শনিবার বারাসত আদালতে তোলা হলে ধৃত সৌমেনকে ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
এবার গোবরডাঙা থেকে গ্রেফতার জাল ডাক্তার
Web Desk, ABP Ananda
Updated at:
10 Jun 2017 08:20 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -